Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

সিটিজেন চার্টার অনুযায়ী উপজেলা সমাজসেবা কার্যালয়, ফুলবাড়ী, কুড়িগ্রাম নিম্নবর্ণিত সেবা সমুহ দিয়ে থাকেঃ

 

০১ঃ আর্থ সামাজিক উন্নয়ন (সুদমুক্ত ঋণ)ঃ

ক্রমিক নং

কার্যক্রম

সেবা

সেবা গ্রহীতা

সেবা দানকারী কর্তৃপক্ষ

০১

পলনী সমাজসেবা কার্যক্রম

সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ, দক্ষতা, উন্নয়ন, ক্ষুদ্র ঋণ প্রদান ও সঞ্চয় বৃদ্ধি।

পলনী অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী ক ও খ শ্রেণীর লক্ষাভূক্ত গ শ্রেণী ঋণী ব্যতিত অন্যান্য সেবা পাবে। সেবা গ্রহীতা স্থায়ী বাসিন্দা হতে হবে

উপজেলা সমাজসেবা কার্যালয়, ফুলবাড়ী

০২

পলনী মাতৃকেন্দ্র কার্যক্রম

পলনী অঞ্চলের দরিদ্র নারীদের পরিকল্পিত পরিবার গঠন ও সচেতনতা বৃদ্ধি, উদ্ধুদ্ধকরণ ও দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্র ঋণ প্রদান ও সঞ্চয় বৃদ্ধি এবং জাতীয় জনসংখ্যা কার্যক্রম বাস্তবায়ন।

পলনী অঞ্চলের দরিদ্র  নারী (স্থায়ী বাসিন্দা )জনগোষ্ঠী ক ও খ শ্রেণীভূক্ত দরিদ্রতম নারীগণ সেবা পাবেন।
 গ শ্রেণী ঋণী ব্যতিত অন্যান্য সেবা পাবে।

 উপজেলা সমাজসেবা কার্যালয়, ফুলবাড়ী

০৩

এসিডদগ্ধ ও প্রতিবন্ধী পূনর্বাসন কার্যক্রম

এসিডদগ্ধ ও শারীরিক প্রতিবন্ধী ০৫-২০ হাজার টাকা পর্যন্ত ঋণ প্রদান।

এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী বার্ষিক আয় ২০,০০০/-টাকা।

উপজেলা সমাজসেবা কার্যালয়, ফুলবাড়ী

 

 

(চলমান পাতা)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                                                               ৩

০২.        সামাজিক নিরাপত্তা সেবাঃ

 

০৪

বয়স্ক ভাতা

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে ভাতা প্রদান।

৬৫ বছর তদুর্ধ হত দরিদ্র মহিলা বা পুরুষ (মহিলাদের ক্ষেত্রে ৬২ বৎসর)

উপজেলা সমাজসেবা কার্যালয়, ফুলবাড়ী

০৫

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে ভাতা প্রদান।

০৬ বছরের উর্দ্ধে সকল ধরনের প্রতিবন্ধী যিনি অন্য কোন ভাতা সুবিধা পান না

উপজেলা সমাজসেবা কার্যালয়, ফুলবাড়ী

০৬

বিধবা ও স্বামী পরিত্যাক্তা দুঃস্থ মহিলাদের ভাতা কার্যক্রম

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে ভাতা প্রদান।

১৮ বছরের উর্দ্ধে বিধবা ও স্বামী পরিত্যাক্তা দুঃস্থ মহিলা যিনি অন্য কোন সুবিধা পান না।

উপজেলা সমাজসেবা কার্যালয়, ফুলবাড়ী

০৭

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রম

সরকার কর্তৃক জন্য নির্ধারিত হারে সম্মানী ভাতা প্রদান।

সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার বিধবা সত্রী

উপজেলা সমাজসেবা কার্যালয়, ফুলবাড়ী

০৮

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি

প্রতিবন্ধী শিক্ষার্থীদের ০৪টি স্তরে   নির্ধারিত হারে উপবৃত্তি প্রদান।

০৬ বছরের উর্দ্ধে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী (বার্ষিক মাথাপিছু আয় ৩৬০০/-টাকার নিচে।

উপজেলা সমাজসেবা কার্যালয়, ফুলবাড়ী

 

০৩. সামাজিক অপরাধ প্রবনদের উন্নয়ন ও পুর্নবাুসনঃ

 

০৯

প্রবেশন ও আফটার কেয়ার কর্মসুচী

বাস্তবায়ন

মাননীয় আদালতের নির্দেশে প্রথমও লঘু অপরাধে দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের শাস্তি প্রদান স্থগিত রেখে প্রবেশন অফিসারের তত্বাবধানে পারিবারিক/সামাজিক পরিবেশ/প্রতিষ্ঠানে রেখে সংশোধন ও আত্মসুদ্ধির ব্যবস্থা করা(শিশু ও কিশোর

সংশ্নিষ্ট আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত প্রবেশন/ব্যক্তি আইনের সংস্পর্শে আসা শিশু/কিশোর

উপজেলা সমাজসেবা কার্যালয়, ফুলবাড়ী

০৪. স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ প্রতিষ্ঠান সমূহকে সহায়তাঃ

১০

বেসরকারী এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট প্রদান

১৮ বছর পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন, শিক্ষা, বৃত্তিমুলক প্রশিক্ষণ ও পুর্নবাসন।

বেসরকারী এতিমখানায় ০৬-০৯ বছর এতিম অর্থাৎ পিতৃহীন ও পিতৃ-মাতৃহীন দরিদ্র শিশুর শতকরা ৫০ ভাগ শিশু।

উপজেলা সমাজসেবা কার্যালয়, ফুলবাড়ী

১১

জাতীয় সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধনপ্রাপ্ত সংস্থা সমুহকে অনুদান প্রদানে সহায়তা

নিবন্ধীকৃত সংস্থার অনুদান প্রদান

নিবন্ধীকৃত সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থা

উপজেলা সমাজকল্যাণ পরিষদ হতে অনুদানের আবেদন  জেলা সমাজকল্যাণ পরিষদে প্রেরণ করে থাকে।